চলতি আইপিএলে খেলার কথাই ছিল না শার্দূল ঠাকুরের। নিলামে তাকে কেউ দলে টানেনি। তবে ভাগ্য খুলে যায় মহসিন খান ইনজুরিতে পড়ায়। বাঁহাতি এই পেসারের জায়গায় তাকে বদলি হিসেবে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। আর সেই সুযোগকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন শার্দূল।
এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে তিনি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। কিন্তু সাফল্যের পাশাপাশি অস্বস্তিকর এক রেকর্ডও যোগ হয়েছে তার নামের পাশে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারে প্রথম পাঁচ বল ওয়াইড দিয়ে আইপিএলের ইতিহাসে বিরল এক নজির গড়েছেন তিনি। ইনিংসের ১৩তম ওভারটি শেষ করতে লেগেছে ১১টি বল—যা আইপিএলে একটি ওভারে সর্বোচ্চ বল করার রেকর্ডের অন্যতম।
এই বাজে বোলিং পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে শুধু তিনি নন, এবারের আইপিএলে অনেক বোলারই একই পরিণতির শিকার হচ্ছেন। কারণ, প্রায় প্রতিটি ম্যাচেই দলীয় স্কোর ছুঁয়ে যাচ্ছে ২০০ রানের ঘর।
তবে এই সমালোচনায় খুব একটা কান দিচ্ছেন না শার্দূল। বরং, সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি—বিশেষ করে ধারাভাষ্যকারদের উদ্দেশে।
গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নেওয়ার পর শার্দূল বলেন, 'আমি সব সময় বিশ্বাস করি, বোলিং ইউনিট হিসেবে আমরা আমাদের কাজটা ঠিকঠাকই করছি। কিন্তু দেখি, ধারাভাষ্যকাররা প্রায়ই বোলারদের কঠোর সমালোচনা করছেন। স্টুডিওতে বসে সমালোচনা করা খুব সহজ, কিন্তু মাঠের বাস্তবতা একেবারে ভিন্ন। পরিসংখ্যান ভালোভাবে না জেনে এমন মন্তব্য করা উচিত নয়।'
তিনি আরও যোগ করেন, 'এবারের আইপিএলে ২০০ রানের বেশি স্কোর যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা কেন হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করা উচিত সবার।'
বিডি প্রতিদিন/মুসা