গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবির বিক্ষোভ মিছিলের স্লোগানে কাপলো শেরপুর।
রবিবার দুপুরে শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। এসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন মুসল্লিরা।
এর আগে মাদ্রাসা মাঠে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি শফিউল আলম চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশ, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান রাহাত প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল