নওগাঁর পোরশায় দুই ভাই-বোনের হত্যাকারীরা ঘটনার সাত দিনেও গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মামলা সূত্রে জানা যায়, পূর্ববাড়ি গ্রামের নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও তার বোন স্বামী পরিত্যক্তা রেজিয়া খাতুন (৫৮) একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। গত রবিবার দুপুরে ওই বাড়ি থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।