লক্ষ্মীপুরের কমলনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত মো. দুলাল (৩৩) মারা গেছেন। রবিবার দুপুরে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল এলাকায় দুর্ঘটনায় দুলাল আহত হয়।
মৃত দুলাল উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার চর শামসুদ্দিন গ্রামের ছিদ্দিকুল ইসলামের ছেলে। ঘরে তার আট মাসের অন্তঃসত্তা স্ত্রী ও ৭ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির একনিষ্ঠ কর্মী ও মতিরহাট বাজারে তার কামারের দোকান ছিল।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় জরুরী প্রয়োজনে ব্যবসায়ী নুর নবীর মোটরসাইকেলযোগে দুলাল তোরাবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পেছনে থাকলেও দুলাল মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। কেউ কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল