বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পটিয়ায় এ ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে মাদকমুক্ত স্বদেশ গঠনে উজ্জীবিত করবে। খেলাধুলা একটি জাতিকে বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্বদানে যোগ্য করে তোলে। তাই খেলাধুলার প্রতি আমাদের মনোযোগ বাড়াতে হবে। বিএনপি সবসময় খেলাধুলার উন্নয়নে আন্তরিক।
রবিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির আনসার, মেজবাহ উদ্দিন চৌধূরী জাহেদ, মইনুল আলম ছোটন, সফিকুল ইসলাম সফিক, সাইফুদ্দিন আহেমদ, হাজী কামাল উদ্দিন, হারুনুর উর রশিদ চৌধুরী, মোজাম্মেল হক, কমিশনার আবুল ফয়েজ, তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আব্দুল মাবুদ, ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, যুবদল নেতা হামিদুর রহমান পেয়ারু প্রমুখ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চট্টগ্রাম ব্রাদাস ইউনিয়ন বনাম লোহাগড়া একাদশ। রেফারী নাছির উদ্দিনের খেলা পরিচালনায় ব্রাদাস ইউনিয়ন এক গোলে বিজয়ী হয়।
বিডি প্রতিদিন/এমআই