ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জমায়েত হন হাজার হাজার মানুষ।
সোমবার সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। তার আগেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে।
এই কর্মসূচিকে ঘিরে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মানুষ জমায়েত হন। এক পর্যায়ে জনারণ্যে পরিণত হয় মিজান ময়দান ও আশপাশের পুরো এলাকা। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টারে জুতা নিক্ষেপের ঘটনা দেখা যায়।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর ১২টায় মিজান ময়দান থেকে শহরের মহিপাল পর্যন্ত একটি বিশাল প্রতিবাদী র্যালি অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আশিক