সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম (৪৭) ও বিএনপি নেতা জামাল মীর (৫৫)।
ওসি রওশন ইয়াজদানি বলেন, গতকাল দুপুরে এনায়েতপুর মেডিকেল কলেজ এলাকা থেকে বিএনপি নেতা জামাল মীরকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে র্যাব-২-এর সদস্যরা ঢাকা থেকে যুবদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেন। এদিকে তাড়াশে পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- লাবু প্রামাণিক, শামীম হোসেন, ইয়াকুব শাহ, ওয়াসিম পলান ও জাহিদুল ইসলাম।