পহেলা বৈশাখের দিনে সকাল থেকে শুরু করে দিনভর বর্ণিল অয়োজনে নেত্রকোনায় বর্ষবরণ উদযাপন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ উদ্দীপনায় শোভাযাত্রা দিয়ে দিবসের সূচনা হয়। শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বৈশাখী মেলা ও বৈশাখী মঞ্চে বর্ষবরণ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে মাঠের মুক্তমনা মঞ্চে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে নতুন বছরের সূচনা করে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তাদের নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। দীর্ঘ এক কিলোমিটার জুরে বর্ণিল ফেস্টুন ময়ূরসহ নানা মোটিফ নিয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক দিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মাঠে গিয়ে শেষ হয়।
এরপর বৈশাখী মঞ্চে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা তাদের কৃষ্টি কালচার তুলে ধরেন। হুমায়ূন আহমেদকে ঘিরে সৃষ্টি হওয়া হিমু পাঠক আড্ডার আয়োজনে মনোজ্ঞ বিয়ের গীত পরিবেশন করে শিল্পীরা। নিজ জেলার লেখকের সিনেমা গান দিয়ে গীতের আয়োজনে মুগ্ধ দর্শক শ্রোতাদের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপার পারফরমারদের সাথে ছবি তোলেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল