চাঁপাইনবাবগঞ্জে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করা হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্তরে এসে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রং-বেরংয়ের পোষাক পরিধান করে অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএম