চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া, শোভাযাত্রায় অংশ নেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদসহ সকল সরকারি দফতরের কর্মকর্তারা।
এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে শহরের চাঁদমারী মাঠে সমবেত হন অংশগ্রহণকারীরা। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে শিল্পকলা চত্বরে সবাই সমবেত হন।
বিডি প্রতিদিন/কেএ