বাংলাদেশের জন্য এক অনন্য মুহূর্ত তৈরি করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সদ্য ঘোষণা অনুযায়ী ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কানের অফিসিয়াল সিলেকশনের প্রতিযোগিতা বিভাগে তালিকাভুক্ত হলো।
আজ সোমবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ‘আলী’ সিনেমার নির্মাতা আদনান আল রাজীব, প্রযোজক তানভীর হোসেনসহ সংশ্লিষ্ট টিমকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আদনান আল রাজীব ও তার টিমের এই সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের তরুণ নির্মাতারাও বিশ্বমানের কাজ করতে সক্ষম। শুধুমাত্র চলচ্চিত্রের ক্ষেত্রে নয়, শিল্প-সংস্কৃতির যেখানেই বাংলাদেশ সম্মান অর্জন করবে, সেখানেই সংস্কৃতি মন্ত্রণালয় উদযাপন করবে।
উল্লেখ্য, ‘আলী’ সিনেমা ২০২৪ সালের নভেম্বরে সিলেটে দৃশ্যধারণ করা হয়। এটি একজন ব্যক্তির আত্মআবিষ্কারের গল্পকে সহজ-সরল ভঙ্গিতে উপস্থাপন করে।
প্রতিভাবান এই নির্মাতা ও তার টিমকে উৎসাহিত করতে কানে অংশগ্রহণ করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জন্য সম্মানী হিসেবে দুটি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এই সম্মানী ভবিষ্যতে এ রকম উদীয়মান শিল্পীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যার ফলশ্রুতিতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মনে করে, ‘আলী’-এর এই অনন্য অর্জন বাংলাদেশের সাংস্কৃতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং নতুন প্রজন্মের নির্মাতাদের আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
বিডি প্রতিদিন/কেএ