ঘোষণা হয়েছিল আগেই। এ বার তুলে দেওয়া হলো পুরস্কার। আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে ভারত সরকার পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম ছিল রবিচন্দ্রন অশ্বিনের। ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য তাকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক হকি তারকা পি আর শ্রীজেশের নাম ছিলও পদ্ম সম্মান প্রাপকদের তালিকায়।
আজ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের অশ্বিনের হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী। অশ্বিনের পাশাপাশি পদ্মশ্রী পান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাবেক চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য ও শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কা। এদের পাশাপাশি পদ্মবিভূষণ ও পদ্মভূষণ প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া সিরিজ়ের সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি এখন আইপিএল খেলছেন। অশ্বিন অবসর নেওয়ার পরেই তাকে পদ্ম সম্মানের তালিকায় যোগ করা হয়।
পরিসংখ্যান বলছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন।পরিসংখ্যান বলছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন।
ভারতীয় হকি দলের সাবেক গোলরক্ষক পিআর শ্রীজেশ পেয়েছেন পদ্ম ভূষণ। ভারতের হয়ে দুটি অলিম্পিক পদক জেতেন শ্রীজেশ।
বিডি প্রতিদিন/নাজমুল