কিশোরগঞ্জের করিমগঞ্জে মো. ইয়াসিন (২১) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে পৌর এলাকার ব্যাপারিপাড়া সংলগ্ন একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইয়াসিন করিমগঞ্জ পৌর এলাকার চরপাড়া গ্রামের সারজুল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন ইয়াসিন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। গভীর রাতে ব্যাপারিপাড়া মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাটারিচালিত রিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে রিকশাটি থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে এ রিকশাটিই ইয়াসিনের।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুরশেদ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ