নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে কাউতলী মোড় হয়ে পুনরায় একই স্থানে ফিরে আসে। পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি।
বিশেষ অতিথি ছিলেন জেলা জজ (নারী ও শিশু) মীর এমতাজুল হক, অতিরিক্ত জেলা জজ আয়েশা আক্তার সুমি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, সিভিল সার্জন ডা. নোমান মিয়া, জিপি অ্যাডভোকেট মো. আবিদুল্লাহ, পিপি ফখরুদ্দিন খান আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ. কে. এম. কামরুজ্জামান মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল, সহায়-সম্বলহীন ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে আইনের সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা যায়, জানুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিস ৫৯০ জনকে আইনগত সহায়তা এবং ৫৮৭ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।
প্রসঙ্গত, বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, এ লক্ষ্যকে সামনে রেখে সরকার ২০১৩ সাল থেকে ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে পালন করে আসছে।
বিডি প্রতিদিন/মুসা