চীনের শেনজেন স্টেশনে একটি ঘটনা সামনে এসেছে, যেখানে এক তরুণী ট্রেনের দরজায় পা রেখে তা আটকে রাখেন, যাতে তার পরিবারের সদস্যরা দ্রুত ট্রেনে উঠতে পারেন। এই কারণে ট্রেনের চলাচল প্রায় পাঁচ মিনিট বন্ধ হয়ে যায় এবং পরিষেবা ব্যাহত হয়। পরবর্তীতে ওই তরুণীকে গ্রেফতার করা হয়।
ভিডিওতে দেখা যায়, তরুণী দরজার সামনে দাঁড়িয়ে একটি পা বাইরে রেখে ট্রেনের দরজা বন্ধ হতে বাধা দিচ্ছেন। দরজা খোলা থাকায় ট্রেনটি স্টেশন ছাড়তে পারেনি। পুলিশকর্মীরা তাকে জোর করে কামরায় ঢোকানোর চেষ্টা করলেও, তরুণী দরজা ছেড়ে নড়াচড়া করেননি এবং তার পরিবারের সদস্যদের দ্রুত ট্রেনে উঠতে তাড়াতাড়ি নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। এক পুলিশকর্মী গায়ের জোরে তাকে কামরায় ঢুকাতে গেলে, তরুণী তাকে ধাক্কা মেরে প্রতিরোধ করেন। স্টেশন কর্মীরা বহুবার অনুরোধ করার পরও, তিনি দরজা ছাড়তে রাজি হননি।
অবশেষে, তার পরিবারের সদস্যরা ট্রেনে উঠে পড়েন এবং ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। তবে ট্রেন চলাচল ব্যাহত করার অভিযোগে, তরুণীকে জিয়ামেন স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। 'অ্যানথ্রাক্স৭৮১' নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি ১১ লক্ষবার দেখা হয়েছে এবং বহু লাইক ও কমেন্ট পেয়েছে। তবে, নেটিজেনরা ওই তরুণীর আচরণকে সমালোচনা করেছেন, কারণ ব্যক্তিগত স্বার্থে ট্রেনের পরিষেবা ব্যাহত করার জন্য তাকে শাস্তি দেয়া হয়।
বিডি প্রতিদিন/মুসা