গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “বাংলাদেশের হাওর (মিঠা পানির জলাভ‚মি) অঞ্চলে আকস্মিক বন্যাপ্রবণ পরিবেশে কৃষকদের স্বল্প-মেয়াদি ধান চাষে আগ্রহ বোঝার বিষয়ে ফলাফল প্রকাশনা কর্মশালা” শিরোনামে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং নেপালি প্রতিষ্ঠান আইসিআইএমওডি ও এসএএনডিইই সার্বিক অর্থায়নে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্দেশ্য হলো গবেষণার ফল শেয়ার করা, স্বল্পমেয়াদি ধান চাষে কৃষকদের সুবিধা বোঝানো, চাষাবাদ কৌশল ও সমাধান কৌশল সরবরাহ করা এবং আলোচনা ও মতামত গ্রহণ।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী তামিম রহমান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকারী এবং এ প্রকল্পের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাদিক রহমান এবং প্রকল্পের সহযোগী পি আই ও কর্মশালার সঞ্চালক গাকৃবির অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য।
এ কর্মশালায় অংশগ্রহণ করেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকবৃন্দ, বাংলাদেশ ধান গবেষণাকেন্দ্র (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) থেকে আগত বৈজ্ঞানিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/কেএ