বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। সেই ভোট নিয়ে নানারকম ষড়যন্ত্র হচ্ছে। যুগে যুগে যারা ক্ষমতালোভী, তারা ভোট নিয়ে নাটক করে।
সোমবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরের মাতাপুর মাদ্রাসা মাঠে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই। তাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
এ সময় বক্তব্য রাখেন আক্কেলপুল উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান সোওয়াত, সাধারণ সম্পাদক আবু শাহেদ মো. শহিদুল আকরাম সোহেল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ বাবু ও সাধারণ সম্পাদক ফরমাল আলী সরদারসহ অনেকে।
বিডি প্রতিদিন/এমআই