আগামী আগস্টে অনুষ্ঠাতব্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সোমবার ঘোষিত গ্রুপিং অনুযায়ী, ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর।
বাছাইপর্বটি অনুষ্ঠিত হবে ২ থেকে ১০ আগস্ট, এবং আয়োজক দেশ এখনো নির্ধারণ না হলেও সম্ভাব্য ভেন্যু হিসেবে দক্ষিণ এশিয়ার একটি দেশ বিবেচনায় রয়েছে।
বাংলাদেশ দলের বাছাই অভিযান শুরু হবে ৬ আগস্ট, উদ্বোধনী দিনেই লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর এবং ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।
গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে দক্ষিণ কোরিয়াকে। এশিয়ান নারী ফুটবলে তাদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও র্যাংকিং। ফলে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এই প্রতিযোগিতায় ৩৩টি দেশ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৩ রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। আয়োজক দেশ থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেবে।
বিডি প্রতিদিন/মুসা