ময়মনসিংহের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভালুকায় দীর্ঘদিনের যানজট ও পরিবেশ দূষণের অন্যতম কারণ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ময়লার স্তুপ। স্থানীয়দের ভোগান্তির এ সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
নিজ অর্থায়নে জমি কিনে সেখানে ডাম্পিংয়ের ব্যবস্থা করেছেন তিনি। এতে করে মহাসড়কের পাশের ময়লার স্তুপ সরিয়ে ফেলা সম্ভব হবে এবং পরিবেশের দৃশ্যমান উন্নতি ঘটবে।
সোমবার ডাম্পিং স্থলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যক্তিগতভাবে এমন দায়িত্ববোধের প্রশংসা করা উচিত।
মোস্তাফিজুর রহমান মামুন জানান, রাজনীতিবিদরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। ময়লার স্তুপের কারণে মানুষ খুব অসুবিধায় ছিল। মানুষের কথা চিন্তা করে ডাম্পিং ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, স্থানীয়রা দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির অভিযোগ করে আসছিলেন। এই উদ্যোগের ফলে এখন থেকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা যাবে এবং এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/এমআই