দেশে অসংক্রামক দুরারোগ্য রোগের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ সৃষ্টি করছে চিকিৎসাবিজ্ঞানীদের মধ্যে। স্ট্রোক, ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলছে। অল্প বয়সেও এখন এসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্ট্রোক শুধু বয়স্কদের হয় এমন ধারণা ছিল মানুষের। এখন তরুণদের স্ট্রোকের সংখ্যা বেড়েছে। ৪০ বছরের নিচে স্ট্রোক রোগী শতকরা ১০ ভাগ। একই সঙ্গে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও বেড়েছে ৪০ বছরের নিচে। স্ট্রোক দুই ধরনের হয়- রক্তজমাট বেঁধে ও রক্তনালি ফেটে গিয়ে। দেশে হৃদরোগীও বাড়ছে। আশঙ্কার কথা হলো, ৪০ বছরের নিচের বয়সিদের আক্রান্ত হওয়ার হার বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, মানুষ কায়িক পরিশ্রম একদম কমিয়ে দিয়েছে। বিপুলসংখ্যক মানুষ এখন মেদ, স্থূলতা নিয়ে ভুগছে। শারীরিক পরিশ্রম না করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। উৎসব, আনন্দে ঘরের তৈরি খাবারের চেয়ে অনলাইনে জাঙ্কফুড অর্ডার করছে। ডায়াবেটিস আক্রান্ত ও ধূমপায়ীরাও হৃদরোগের ঝুঁকিতে আছেন। পারিবারিক রোগের ইতিহাস থাকলে বংশগত কারণে অনেকে এসব রোগে আক্রান্ত হন। দেশে প্রতিনিয়ত বাড়ছে দুরারোগ্য ব্যাধি কিডনি ও ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। প্রায় দুই কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। প্রতি বছর দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। খাদ্যাভ্যাস, ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, খাদ্যে ভেজাল, অতিরিক্ত ওষুধ সেবনকে এজন্য দায়ী করছেন চিকিৎসকরা। ডায়াবেটিস ও হাইপারটেনশনে থাকা মানুষের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অসংক্রামক দুরারোগ্য রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ছে। বিশেষ করে ক্যান্সার ও কিডনি আক্রান্তদের পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার ও কিডনি রোগের প্রাদুর্ভাবের পেছনে আমাদের জীবনযাত্রার নেতিবাচক প্রবণতা অনেকাংশে দায়ী। স্থূল মানুষের সংখ্যা উদ্বেজনকহারে বৃদ্ধির পাশাপাশি ধূমপান ও মাদকাসক্তিও এসব রোগের কারণ ঘটাচ্ছে। উদ্বেগজনক বিষয় হলো, এখন শিশুরাও এসব রোগ থেকে নিরাপদ নয়। যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
শিরোনাম
- পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট
- বিনিয়োগ সম্মেলন নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন পেছনের গল্প
- বসুন্ধরা সিটি শপিং মলে ৯ দিনব্যাপী বৈশাখী মেলা
- বিছানায় পড়ে থাকাই বিশ্রাম নয়; জেনে নিন সঠিক উপায়
- শিশুকে জাঙ্ক ফুড থেকে দুরে রাখতে রুচিশীল উপস্থাপনায় দিন স্বাস্থ্যকর খাবার
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
- পিএসএলে রিশাদ হোসেনের অভিষেক
- ‘সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে’
- চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর
- রেকর্ডের পর কমলো স্বর্ণের দাম
- উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত ৩১ জনকে পাঠানো হবে পাকিস্তান
- এনআইডি সার্ভারে অনুমতি ছাড়া তথ্য খুঁজলে কঠোর ব্যবস্থা
- কোহলির অন্য রকম ‘সেঞ্চুরি’
- জাইমা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ
- ‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ’
- যেভাবে ক্যানসার জয় করলেন শর্মিলা ঠাকুর, জানালেন মেয়ে সোহা
- শাস্তি আরও বাড়ল হৃদয়ের
- সল্ট-কোহলির ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
- স্টুডিওতে বসে সমালোচনা করা খুব সহজ : শার্দূল
- দেশে বিনিয়োগ এলো ৩১০০ কোটি টাকা
দুরারোগ্য রোগ
চিকিৎসা ব্যয় মেটাতে মানুষ নিঃস্ব হচ্ছে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর