কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এর আগে পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজকি-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্প গোষ্ঠী সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে থেকে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে। পরে জেলা সিপিবি কার্যালয়ের সামনে জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা। পরে উপস্থিত সকলকে চিড়া, মুড়ি, দই, কলা ও গুড় দিয়ে আপ্যায়ন করানো হয়। বাংলা নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম