পহেলা বৈশাখ। নানা আয়োজনে আনন্দঘণ পরিবেশে নতুন বর্ষকে বরণ করে নিয়েছে নরসিংদীবাসী। ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে।
সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী সার্কিট হাউসের সামনে থেকে বার্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা: সৈয়দ মোহাম্মদ আমিরুল হক সহ নানা শ্রেণী পেশার মানুষ।
বিডি প্রতিদিন/এএম