কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন কেন্দ্র করে দলে অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে। এর জেরে এক সভাপতি প্রার্থীর কর্মীদের ওপর আরেক প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। ইউনিয়নের কাছারি বাজার-সংলগ্ন গোমতী নদীর কাছে এ ঘটনা ঘটে। আহত সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম গতকাল এ তথ্য জানান। হামলায় আহতদের মধ্যে রয়েছেন- নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক ও সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, জহিরুলের ভাগনে কাউছার আহমেদ ও আল আমিন। রাসেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নারান্দিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রবিবার নেতা-কর্মী নিয়ে ট্রলারে রওনা দেন জহিরুল ইসলাম। আসমানিয়া বাজার-সংলগ্ন ঘাটে পৌঁছালে তাদের ট্রলারে হামলা চালান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও একই ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মাইন উদ্দিন খসরুর সমর্থকরা। জহিরুল ইসলাম বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সমর্থকদের ওপর হামলা চালান প্রতিপক্ষ সভাপতি প্রার্থী মাইন উদ্দিন ও তার লোকজন। এ হামলার বিচার চান তিনি। অভিযোগের বিষয়ে জানতে মাইন উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তিতাস থানার ওসি শহিদ উল্লাহ জানান, থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে। বিজয়নগর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম ও শফিক রায়হান শ্রাবণের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানায়, বিগত ইউপি নির্বাচন ও সালিশে নেতৃত্বে দেওয়া নিয়ে খাদুরাইল গ্রামে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম এবং উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী। অপরপক্ষে নেতৃত্বে রয়েছেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ ও স্থানীয় গিয়াস উদ্দিন। পূর্ব বিরোধের জেরে রবিবার রাতে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় বহিষ্কৃত যুবদল নেতা লিটন মুন্সীসহ উভয়পক্ষের ১২টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। শফিক রায়হান, তার দুই ভাই জহিরুল ইসলাম ও তাজুল ইসলামেরসহ ১৮টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শিরোনাম
- ৩৯৮ যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট
- শাকিবের ‘তাণ্ডব,’ সঙ্গী সাবিলাই!
- যে কারণে যুক্তরাজ্য সফর স্থগিত করলেন সালমান খান
- নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার
- মঙ্গলবার থেকে সব পলিটেকনিক শাটডাউন ঘোষণা
- যশোরের চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
- বরিশালে উপকূলীয় এলাকায় জলবায়ুসহনশীল কৃষি বিষয়ক কর্মশালা
- কিশোরীর পেট থেকে ১৫ কেজির টিউমার অপসারণ
- ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে ইন্টারন্যাশনাল আইডিইএ’র পরিচালকের বৈঠক
- 'ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি'
- ভারতের সামরিক আক্রমণ আসন্ন, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
- ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনার উদ্যোগ এনসিপির
- আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল
- চট্টগ্রাম টেস্টে শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি এন্ট্রি’
- তাইজুল বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার: তামিম ইকবাল
- হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- খাগড়াছড়ি সরকারী কলেজে ছাত্রদলের সভাপতি মাসুদ, সম্পাদক সাজ্জাদুল
- জাওয়াদের সেঞ্চুরিতে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
সম্মেলন ঘিরে বিরোধে হামলা
কুমিল্লায় আহত ১০ বিএনপি নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ বাড়ি ভাঙচুর
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর