বাংলাদেশের ফুটবলে আজ অন্যরকম দিন। বিশ্বে কখনো যা ঘটেনি। তা বাংলাদেশেই হতে যাচ্ছে এবং ঘরোয়া আসরে। ম্যাচের বাইরে ফুটবলে কত যে চমকপ্রদ বা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে তা বলে শেষ করা যাবে না। ইতিহাসের পাতায় যা জায়গা করে নিয়েছে স্থায়ীভাবে। নানা কারণে ফুটবলে এক ম্যাচ একাধিকবার হয়েছে। শেষের দিকে ম্যাচ পরিত্যক্ত হলেও বাকি সময় নয়, ম্যাচ হয়েছে নতুন ভাবে। মাঠে মৃত্যুর ঘটনাও কম নয়। বাংলাদেশও এমন ট্র্যাজেডির সাক্ষী। তবে ফুটবলে কোনো আসরে মাত্র বাকি ১৫ মিনিটের ফাইনাল কখনো ঘটেছে কি? এর সঙ্গী হতে চলেছে কিংস ও আবাহনী।
আজই বিশ্ব ফুটবলে বিরল এ ঘটনা ঘটতে যাচ্ছে এবং তা বাংলাদেশেই। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলে দেশের জনপ্রিয় দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী আজ ফাইনালে মুখোমুখি হবে। ময়মনসিংহে খেলাটি হবে ৩টা ৩০ মিনিটে। ম্যাচের সময় মাত্র ১৫ মিনিট। ভাবা যায় পেশাদার যুগে ফুটবলেও এত স্বল্প সময়েও শিরোপা নির্ধারণী ম্যাচ হতে পারে! এ-এক অবাক কান্ড। পাড়া-মহল্লায় আগে ছোটরা ১৫ বা ২০ মিনিটের ফুটবল খেলত। এবার তো প্রথম শ্রেণির ম্যাচে তার দেখা মিলছে। প্রকৃতপক্ষে ম্যাচটি ১৫ মিনিটের নয়। ১২০ মিনিটের ম্যাচই। গত মঙ্গলবার ময়মনসিংহ স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনালে কিংস ও আবাহনী লড়েছিল। প্রথমার্ধে ম্যাচ ছিল ১-১ ড্র। হুয়ান লেসকানোর গোলে কিংস এগিয়ে গেলেও আবাহনীর ইব্রাহিম তা শোধ করে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে প্রচ- ঝড় ও বৃষ্টিতে খেলা থেমে যায়। ১ ঘণ্টা সময়ের বেশি সময় পর ম্যাচ শুরু হয়। দ্বিতীয়ার্ধেও আর কোনো গোল হয়নি। রেফারি সাইমন অতিরিক্ত ৩০ মিনিট খেলা শুরু করেন। প্রথম ১৫ মিনিট শেষ হলেও পরের ১৫ মিনিট খেলা চালানো সম্ভব হয়নি আলো স্বল্পতায়। এ নিয়ে মাঠে কিছুটা উত্তেজনা দেখা দিলেও শেষ পর্যন্ত দুই দল রেফারির সিদ্ধান্ত মেনে নেয়। লিগ কমিটি বিষয়টি ঝুলিয়ে না রেখে ২৪ ঘণ্টার মধ্যে বাকি ১৫ মিনিট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত দেয়। বসুন্ধরা কিংস ১০ জন নিয়েই আজ বাকি ১৫ মিনিট খেলবে। কেননা মঙ্গলবারের ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমার্ধের শেষের দিকে লালকার্ড দেখেন ফয়সাল আহমেদ ফাহিম। আবাহনী বাড়তি সুবিধা নিয়ে খেলবে। ১৫ মিনিটে খেলা নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। বাংলাদেশে তো কখনো হয়নি। এমনকি বিশ্বে ম্যাচ স্থগিত ও প- হলে পরে আবার প্রথম থেকে শুরু হতো। দেখা যাক ১৫ মিনিটের লড়াইয়ে কে হারে বা জিতে।