বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলার নুনেরটেকে কৃষক কর্মশালা হয়েছে। কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।