ইউরোপের ঘরোয়া ফুটবলের লিগগুলোর খেলা প্রায় শেষের দিকে। ইতোমধ্যেই ফ্রেঞ্চ লিগে পিএসজি এবং ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন পালা ইউরোপ সেরার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের খেলা। আজ রাত প্রথম ম্যাচে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। কাল দ্বিতীয় ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার মিলান। এ দুই ম্যাচ ঘিরেই উন্মাদনা ফুটবলপ্রেমীদের মধ্যে। একদিকে পিএসজি-আর্সেনাল প্রথমবারের মতো ইউরোপ সেরার ট্রফি ক্যাবিনেটে তোলার স্বপ্ন দেখছে। অন্যদিকে বার্সা-ইন্টারের ট্রফি পুনরুদ্ধারের লড়াই। ২০০৫-০৬ মৌসুমে ফাইনালে উঠলেও বার্সার কাছে ২-১ গোলে হেরে শিরোপা অধরাই থেকে যায় আর্সেনালের। তবে এবার গানারা অন্যরকম। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে আর্সেনাল। স্বপ্নের ফর্মে আছেন ডেক্লান রাইস। দারুণ ছন্দে আছেন বুকায়ো সাকা, লেউয়িস-স্কেলিরাও। ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পরে চ্যাম্পিয়নস লিগই পাখির চোখ মিকেল আর্তেতার দল আর্সেনালের।
এদিকে আর্সেনালের মতো ফ্রেঞ্চ লিগের শিরোপাধারী পিএসজিও প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। গত দেড় দশকে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে প্যারিসের এ ক্লাবটি। মেসি, নেইমার, এমবাপ্পেদের নিয়েও ব্যর্থ হয়েছে পিএসজি। ২০২০ সালে অবশ্য পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে বায়ার্নের কাছে হেরেছিল। তাই ইংলিশ ক্লাবটির সঙ্গে কঠিন লড়াই হবে ফরাসি দলটির। কেননা, এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অঘটন ঘটিয়েছে পিএসজি। ত্রাস হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে। শেষ ষোলোয় লিভারপুল এবং কোয়ার্টারে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে তারা। সেমিতে তাদের সামনে ইংল্যান্ডের আর এক ক্লাব আর্সেনাল। লুইস এনরিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছেন দেম্বেলে-হাকিমিরা।