নওগাঁয় আন্তজেলা ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতি করা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গতকাল নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এ তথ্য জানান। এর আগে ২৭ এপ্রিল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পোরশা থানার আবদুল জব্বার (৪০), সাপাহারের সেলিম (৩০), শহিদ খান (৩৪), কাওছার আলী মৃধা (২৪), আব্দুল মতিন মোল্লা (৫০), জিয়াউর রহমান (৪২) ও আজিজুল মণ্ডল (৬৪)।