জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে মানচিত্রের সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ ছয় মাস ধরে দেশটির কারাগারে বন্দি রয়েছেন কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার সাত জেলে। এসব জেলেদের ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব বরাবর লিখিত আবেদন জমা দেন।