সমীকরণের মারপ্যাঁচে আবাহনী এগিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনীর পয়েন্ট ১৫ ম্যাচে ১৩ জয়ে ২৬। মাহামুদুল্লাহ রিয়াদের মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ১২ জয়ে ২৪। দেশের ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই পরাক্রমশালী, দুই জনপ্রিয় ক্লাব আজ মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের ‘মহারণ’ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ২০২৫ সালের বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের শিরোপার লড়াইয়ে আবাহনী ও মোহামেডান; দুই দলকেই জিততে হবে। আবাহনী যদি জিতে যায়, তাহলে কোনো সমীকরণের প্রয়োজন হবে না। পয়েন্টের পরিষ্কার ব্যবধানে চ্যাম্পিয়ন হবে। বিপরীতে মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে জিততেই হবে। জিতলে বর্তমান চ্যাম্পিয়নদের সমান পয়েন্ট হবে। তখন ‘হেড টু হেড’ বিচারে চ্যাম্পিয়ন হবে মোহামেডান। লিগ পর্বেও জিতেছিল মতিঝিল পাড়ার দলটি।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী শিরোপা জিতেছে ২৩ বার এবং মোহামেডানের শিরোপা উৎসব করেছে নয়বার। মোসাদ্দেক বাহিনী বর্তমান চ্যাম্পিয়ন। মাহামুদুল্লাহ বাহিনী বর্তমান রানার্সআপ। মতিঝিল পাড়ার দলটি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯-১০ মৌসুমে। এরপর আরও দুবার রানার্সআপ হয়। এবার শিরোপার জন্য খেলছে। যদিও নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খেলতে পারছেন না হার্ট অ্যাটাক করে রিং পরায়। তার অনুপস্থিতিতে তাওহিদ হৃদয় নেতৃত্ব দিয়েছেন দলকে। কিন্তু আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হন চার মাচে। সেজন্য আজ খেলতে পারবেন না। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছেন বলে খেলতে পারছেন না তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। আবাহনীও মিস করছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হককে।