নীলফামারীর ডোমারে ২০১৮ সালে বিএনপির নির্বাচনি প্রচারণায় হামলার মামলায় তোফায়েল আহমেদ নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে ডোমার থানা পুলিশের একটি দল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তোফায়েল ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলা গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।