জয়া আহসান, যার অনবদ্য অভিনয় দর্শককে সম্মোহনী শক্তিতে পর্দায় টানে। যিনি ভূস্বর্গে নেমে আসা কোনো দেবী, অপ্সরা। দুই বাংলার সিনে-দুনিয়ার এ মুহূর্তে বহুল আলোচিত তারকা তিনি। যার জীবনটাই বহুল নান্দনিকতায় ভরপুর। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে তিনি মর্ত্যে এসে সাফল্যের পালক মেলে উড়ে বেড়াচ্ছেন। আর নানামাত্রিক চরিত্রে অভিনয়ে দর্শকের মুগ্ধতা কাড়ছেন প্রতিনিয়ত। তবে কলকাতা-মুম্বাই মিশন শেষে এখন তাঁর সব ব্যস্ততা এপারেই অর্থাৎ ঢাকার শোবিজে। বলা যায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওপারের প্রজেক্ট নিয়ে জয়ার ব্যস্ততা নেই বললেই চলে। এর মধ্যে দেশেই ফটোশুটে, বিভিন্ন ব্র্যান্ড ইন্ডোরসমেন্ট, শুভেচ্ছাদূত, বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মে রিলিজ পেল জয়া অভিনীত ও আশফাক নিপুণ পরিচালিত ওয়েব ‘জিম্মি’। যাতে রুনা লায়লা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এরই মধ্যে পাঁচ বছর আগের নির্মিত দুই নারীর গল্প নিয়ে পিপলু আর খানের সিনেমা ‘জয়া ও শারমিন’ রিলিজের ঘোষণা এসেছে। জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে দক্ষ মঞ্চশিল্পী মহসিনা। আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।