টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় উইন্ডি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের নাম নাঈম (১৮)। তিনি নেত্রকোনার দুর্গাপুর থানার আবদুর রহিমের ছেলে। পেশায় ছিলেন পাইলিং মিস্ত্রি। জানা যায়, কারখানার ভবন নির্মাণ কাজ চলছিল। পাইলিং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন নাঈম। সহকর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।