ঝিনাইদহে বিলের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাড়ামার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কৃষক ওই গ্রামের ইদ্রীস আলীর ছেলে।
জানা গেছে, বিকালে কৃষক মোহাম্মদ আলী মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠের মধ্যে মৃত অবস্থায় দেখতে যায়। এরপর পুলিশ খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
এব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, কিভাবে তার মৃত হয়েছে তা ময়নাতন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
বিডি প্রতিদিন/নাজমুল