গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার ও ইসলামপুরে অপরিকল্পিতভাবে মাটি কাটার দায়ে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মামুনুর রশীদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পরিবহনের সময় হাতেনাতে ১০ জন আটক হন। জব্দ করা হয় চারটি ট্রাক। আটকদের গতকাল কারাগারে পাঠানো হয়েছে।