সদ্য মেয়ের মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তাই এ বছরের জন্মদিনটা আরও অন্যরকম এই অভিনেত্রীর কাছে। বাড়িতে ব্যস্ততা চলছে। জন্মদিনেও ছেলেকে স্কুলে পাঠিয়েছেন। কিন্তু ছেলে কবীরের মন সেই বাড়িতেই পড়ে আছে। কীভাবে মায়ের জন্মদিনটা আরও বিশেষ করে তোলা যায়। সর্বক্ষণ এটাই চলছে তার মনে। কোয়েল বলেন, ‘কবীরের থেকে সেরা উপহারটা পেয়েছি। রবিবার রাতে আমার সামনে বসে নিজের হাতে একটা কার্ড তৈরি করেছে।’ সেই কার্ড জন্মদিনের সকালে হাতে পেয়ে খুব খুশি নায়িকা। কোয়েল বলেন, ‘কার্ডটা তৈরি করতে করতে কবীর বলছিল, জন্মদিনে আমায় সারপ্রাইজ দেবে। তাই সকালে উঠে উপহার পেয়ে দেখাতে হয়েছে, কতটা অবাক আমি।’