প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি মেয়াদের শততম দিবস উদ্যাপিত হচ্ছে ২৯ এপ্রিল মঙ্গলবার। এ উপলক্ষে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ-ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। নিকট অতীতের দুই প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের চেয়েও অনেক কম জনপ্রিয় তিনি। এমনকি প্রথম মেয়াদের প্রথম ১০০ দিবসের ধারেকাছেও নেই ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন-বিরোধী অভিযান, বৈদেশিক পণ্যে শুল্ক হার বৃদ্ধি, সাশ্রয়ের নামে ফেডারেল দপ্তরের কাটছাঁটসহ অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতা ইত্যাদি কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে জরিপে বলা হয়েছে। আর এ অবস্থা তৈরি হয়েছে ২০ জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই। এ জরিপ অনুযায়ী, দুই মাস আগের চেয়েও অনেক কমপ্রিয় হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের প্রশাসনিক কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন মাত্র ৩৯ ভাগ আমেরিকান। আর অসন্তোষ প্রকাশ করেছেন ৫৫ ভাগ। ৪৪ ভাগ একেবারেই অসন্তুষ্ট প্রসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডে।
গত ফেব্রুয়ারিতে পরিচালিত একই ধরনের জরিপে অংশ গ্রহণকারীদের মধ্যে ভোটার হিসেবে তালিকাভুক্তদের ৪৮ ভাগ ট্রাম্পের কর্মকাণ্ডকে ইতিবাচক মনে করেছিলেন। সে সময় পছন্দ করেননি ৫১ ভাগ আমেরিকান ভোটার। এবারের জরিপে ইতিবাচক মনোভাব পোষণকারী ভোটারের হার হচ্ছে ৪২ ভাগ এবং নেতিবাচক-৫৫ ভাগ। জরিপে আরও দেখা গেছে, বিরাটসংখ্যক ভোটের ব্যবধানে ট্রাম্পকে জয়ী করতে অসাধারণ ভূমিকা পালনকারী কলেজ ডিগ্রিহীন শ্বেতাঙ্গ ভোটারের মধ্যেও ফেব্রুয়ারির তুলনায় ১০ ভাগ কমেছে ট্রাম্পের জনপ্রিয়তা। এমন ভোটারের মধ্যে যাদের বয়স ৩০ বছরের নিচে, তাদের মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ১৩ পয়েন্ট। আর যারা গত নভেম্বরের নির্বাচনে ভোট দেননি তাদের মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ১১ পয়েন্ট। গত ৮০ বছরের মধ্যে আর কোনো প্রেসিডেন্টের প্রথম ১০০ দিবসে এমন বিপর্যয়কর পরিস্থিতি দেখা যায়নি বলে জরিপ পরিচালনাকারীরা মন্তব্য করেছেন। এদিকে শততম দিবসে ট্রাম্প মিশিগানে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা। এ উপলক্ষে নিজের ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেছেন, মিশিগানের রিপাবলিকান ডেলিগেশনের সুপ্রিয় বন্ধুসহ কংগ্রেসের রিপাবলিকানদের ধন্যবাদ জানাচ্ছি, যারা ঐতিহাসিক শততম দিবস উদ্যাপনের জন্য আমার সঙ্গে মিশিগানে থাকবেন। সেটি হতে চলছে অন্যরকম একটি শুভদিন। আমি আশা করছি, সবাই সেই অনুষ্ঠানে আমার পাশে থাকবেন। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, আমরা অর্থনৈতিক সম্ভাবনাকে আরও উদ্ভাসিত করব এবং আমেরিকার স্বর্ণযুগকে ত্বরান্বিত করব।