সংস্কারে দীর্ঘদিন ধরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবলের দেখা নেই। না আন্তর্জাতিক না ঘরোয়া। ২০২১-২২ মৌসুম থেকেই এ অবস্থা। শেষ পর্যন্ত আবার ঐতিহাসিক এ স্টেডিয়ামে ফুটবল ফিরে আসছে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে। হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফাহমেদুল হাসানকে দেখা যেতে পারে। এরপর আবার সামিত সোমকে খেলানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে অনেক দিন পর ঢাকা স্টেডিয়ামে দর্শকের মেলা বসবে। অবশ্য এর আগেই ঢাকায় অভিষেক হতে পারে হামজার। ৫ জুন ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। আগামী মৌসুম থেকেই ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরবে। এমনটিই আভাস দিয়েছেন বাফুফের নির্বাহী কমিটির এক কর্মকর্তা। এতে ভেন্যুর চাপটা কমবে। প্রশ্ন হচ্ছে বসুন্ধরা কিংস ছাড়া অন্য দলের কোনো হোম ভেন্যু নেই। তখন তো ঢাকা স্টেডিয়ামকে পেতে প্রতিযোগিতা হবে। বড় দুই দল মোহামেডান ও আবাহনী ঢাকা স্টেডিয়ামকে হোম ভেন্যু করতে চাইবে। অন্যরা তা কি মেনে নেবে? এ ক্ষেত্রে কি তখন লটারির প্রয়োজন পড়বে? নাকি সরকার চাইবে জাতীয় দল ছাড়া এখানে অন্য কোনো ম্যাচ হবে না।