জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন ইসলাম নামে কথিত এক কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। দিনাজপুরের বিরামপুরে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক সুজন ইসলাম (২৭) ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসিন্দা। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, বিরামপুরের পল্লীতে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন ইসলামকে আটক করা হয়েছে।