গাইবান্ধার সদরে চাঞ্চল্যকর সংবাদপত্র বিক্রেতা ও ইজিবাইক চালক আনিছুর রহমান ঠান্ডা (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপিÍতে এ তথ্য জানান র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে আরিফকে আটক করা হয়।