বিএনএমসিতে শান্তিপূর্ণ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনকালে পুলিশের হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মানববন্ধন করেছেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ শিক্ষার্থীরা। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা কালো পতাকা প্রদর্শন করেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন তারা। মানববন্ধনে বক্তৃতা করেন, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের রেজিস্টার্ড নার্স আহেদুন্নাবী লিটন, নীলফামারী জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স মুন্না ইসলাম, শিক্ষার্থী মোনায়েম ইসলাম, রিমি আকতার মিতু, সালমা আকতার, তাপস রায় ও আঁখি আকতার। তারা পুলিশের হামলার তীব্র নিন্দা ও নার্সিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।