নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুত ও ক্রয়-বিক্রয়ের অপরাধে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ব্যবসায়ীর গোডাউন থেকে র্যাব-৮ সদস্যরা মজুতকৃত ৯২০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে। গতকাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জরিমানা করেন।
জরিমানা দেওয়া ব্যবসায়ী হলেন- বাকেরগঞ্জের সাহেবগঞ্জ এলাকার মন্দিরা স্টোরের প্রোপাইটার গোপাল কর্মকার।