বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. রফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে দলটি নিরলসভাবে কাজ করছে। তবে রাজবাড়ীর স্থানীয় রাজনীতিতে বিভাজন ও গ্রুপিং তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করবে। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।
সমাবেশের আগে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। তারা বিভিন্ন সড়কে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
সমাবেশে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেকেই বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আশিক