তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এ স্লোগান সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। গতকাল বেলা ১১টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ৬টি বাজারে এসব লিফলেট বিতরণ করেন ও গণসংযোগ করেন তিনি। এরপর এক বক্তব্যে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বাধা সৃষ্টি করতে কুচক্রী মহল যে খেলাই খেলবে, সেই খেলায় বিএনপির কাছে হারবে। বিএনপি খেলার জন্য প্রস্তুত। বিএনপি সারা বাংলাদেশে খেলার জন্য প্রস্তুত। স্বাধীনতাবিরোধী চক্র ও নির্বাচন বানচালকারী চক্রকারীদের উদ্দেশে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, সাবধান, বিএনপি যদি খেলায় নামে খেলতে খেলতে আপনাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে। লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বিকালে তিনি পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানব সেবা যুব সংগঠনের আয়োজনে ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করেন।