ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) অফিসের সামনে দেখা গেলো বর্তমান ও সাবেক ক্রিকেটাররা জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন। জটলায় উপস্থিত জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, আবু হায়দার রনি, অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসানসহ ১৫-১৬ জন ক্রিকেটার। ক্রিকেটাররা কথা বলছেন বিসিবি পরিচালক, সিসিডিএমের নতুন চেয়ারম্যান আদনান রহমান দীপনের সঙ্গে। সবাই গত মৌসুমে জাতীয় ক্রিকেটে খেলেছেন ঢাকা মেট্রোপলিটনের পক্ষে। জাতীয় ক্রিকেট লিগে আসন্ন মৌসুমে দলটি এবার খেলতে পারবে না। হয়তো ভবিষ্যতেই আর কখনোই খেলবে না। ময়মনসিংহ বিভাগকে অন্তর্ভুক্ত করায় বাদ পড়েছে জাতীয় ক্রিকেটের পরিচিত দল ঢাকা মেট্রোপলিটন। দলটি ১৪ বছর ধরে খেলছে জাতীয় ক্রিকেটে। বিসিবির টুর্নামেন্ট কমিটি ইতোমধ্যে আট দলের জাতীয় ক্রিকেটের ফিক্সশ্চার ঘোষণা করেছে। ২৫ অক্টোবর সিলেটের বিপক্ষে জাতীয় ক্রিকেটে অভিষেক হচ্ছে ময়মনসিংহের। বিভাগটি ১০ বছর আগে স্বীকৃতি পেলেও এবারই প্রথম খেলবে। ময়মনসিংহ অংশ নিলে ঢাকা মেট্রোপলিটনের ১০-১২ জন ক্রিকেটারের না খেলার সম্ভাবনা থাকছে। এ নিয়ে চিন্তিত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মার্শাল আইয়ুব, ‘ময়মনসিংহ বিভাগ খেললে ক্রিকেটারদের কোনো আপত্তি থাকার কথা নয়। বরং আমরা খুশি। একটি দল বেশি খেললে বেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। আমাদের বক্তব্য, ঢাকা মেট্রোপলিটনকে রেখেই খেলানো যেত। এতে আরও বেশিসংখ্যক ক্রিকেটার খেলতে পারতেন। এখন খেলতে না পারলে, আমি মনে করি ঢাকা মেট্রোপলিটনের ১০ জন ক্রিকেটার এবার জাতীয় ক্রিকেটে আর খেলার সুযোগ পাবেন না।’
ঢাকা মেট্রোপলিটনের পক্ষে একসময় খেলেছেন খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো ক্রিকেটার। এখন কথা হচ্ছে, ময়মনসিংহ দল গঠন করা হলে ঢাকা মেট্রোপলিটনের কতজন ক্রিকেটার সুযোগ পাবেন খেলতে। জাতীয় দলের সাবেক ওপেনার শামসুর জানেন না। তিনি মনে করেন, সর্বোচ্চ পাঁচ-ছয়জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন, ‘ময়মনসিংহ দলে কতজন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন, জানি না। এ নিয়ে আমি সন্দিহান।’ ঢাকা মেট্রোপলিটন প্রায় দেড় দশক ধরে জাতীয় ক্রিকেটে খেলছে। ঢাকা শহরে শতাধিক ক্রিকেট একাডেমি রয়েছে। দলটি বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয়। ঢাকা মেট্রোপলিটন বাদ পড়ায় ক্রিকেটাররা হতাশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য খারাপ চোখে দেখছেন না, ‘ঢাকা মেট্রোপলিটন বাদ পড়ে ময়মনসিংহ খেলবে। আমি খারাপ কিছু দেখছি না। মেট্রোর ক্রিকেটাররাই খেলবেন। ময়মনসিংহের অনেক ক্রিকেটারই সুযোগ পাবেন। ময়মনসিংহ ফেলায় সেখানে নিয়মিত ক্রিকেট লিগ হবে। ক্রিকেটার উঠে আসবেন। ঢাকা মেট্রোপলিটনকে রাখলে খারাপ হতো না।’