টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিম ঘরে কৃষক প্রশিক্ষণ ও গাছের বিতরণ করা হয়েছে। দুপুরে শতাধিক কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সখীপুরের লাল মাটিতে রাম্বুটান, পাসিমন, এভকাডো, এরাবিক কফি, কাজু বাদাম, চেরিফল, সফেদাসহ বিভিন্ন ধরনের ফলের আবাদ সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
এসব এলাকার মাটি দেশি-বিদেশি নানা ফলের আবাদের জন্য উপযোগী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সামাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জল কুমার নাথ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমীন শরীফ সুপন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আর রনী,আরএমটিপি প্রকল্পের কনসালটেন্ট মিজানুর রহমান, আরডিএস এর প্রধান নির্বাহী অফিসার মো. নূরু উদ্দিনসহ অন্যরা। পরে শতাধিক স্থানীয় কৃষকদের মাঝে বিভন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম