নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা মুন্সিখোলার একটি পরিত্যক্ত দোকান থেকে বশির (৪০) নামে এক যুবকের লাশ গতকাল দুপুরে উদ্ধার করেছে পুলিশ। নিহত বশির ফতুল্লা মডেল থানার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা। স্বজনদের দাবি বশিরকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বশির পরিত্যক্ত দোকান থেকে বের হন। পরবর্তীতে আবার ওই দোকানে প্রবেশ করে। এরপর আর বের হয়নি। বশীর মাদকাসক্ত ছিলেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। নাক দিয়ে রক্ত বের হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।