জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে আরও সুসংহত ঐক্য প্রতিষ্ঠা দরকার ছিল। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। দলগুলোর অনৈক্যকেও ছোট করে দেখা যায় না। একদিকে নানামুখী অস্থিরতা, সংশয়, নিরাপত্তাহীনতা। অপরদিকে রাজনৈতিক অনৈক্য। এর মধ্যে আদৌ সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। গতকাল রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন-জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, আবদুল আজিজ, কাজী নাসির উদ্দিন সরকার, এম এ হাশেম প্রমুখ।
রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা দৃশ্যমান নয়। দেশের সার্বিক পরিস্থিতি উদ্যোগজনক।