কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে। পিছিয়ে পড়া এই অঞ্চলের যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করা হবে। অতীতে এই অঞ্চলের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। আগামীতে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে এই বঞ্চনার অবসান ঘটবে।
শনিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারে ও ধানের শীষের সমর্থনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে উপজেলা সদরে গণমিছিল হয় আসিনুল হকের নেতৃত্বে। এতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ অংশ নেন।
আনিসুল হক আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ সুখে থাকে। দেশ নিরাপদ থাকে। হাওরের মতো পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়ন হয়। অতীতে যত বার বিএনপি ক্ষমতায় ছিল ততবার এই অঞ্চলের উন্নয়ন হয়েছে। কাজেই উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও মানুষ বিএনপিকে বেছে নেবে।
সমাবেশে তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল