বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের ক্রিকেট উৎসব। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে স্বনামধন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হয় এ আয়োজন। ঢাকা মেভেরিক্স নিবেদিত ‘ফ্রস্ট ব্লাস্ট টি-২০’ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর এটি। গতকাল আসরের প্রথম দিন রাতে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। দলের অধিনায়ক শেজাদ আকবর সোবহানের নেতৃত্বে টিম আর্কিটেকটসের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় বসুন্ধরা। চমৎকার নেতৃত্বের পাশাপাশি বল হাতেও শেজাদ ছিলেন দুরন্ত। চার ওভারে ৩২ রান খরচে ডান হাতের স্পিন ঘূর্ণিতে তিনি তুলে নেন দুটি উইকেট। বল করতে এসে প্রথম ওভারেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়ান ডাউনে নামা ইয়াসিরকে ফেরান মাত্র ৮ রানে। এর পর ফেরান আর্কিটেকটসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করা অর্ণবকে। এ সময় শেজাদের খেলা উপভোগ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার স্ত্রী ইয়াশা সোবহান।
গতকাল রাতে ছিল বসুন্ধরা স্ট্রাইকার্স ও টিম আর্কিটেকটসের মধ্যকার ম্যাচ। টস জিতে বসুন্ধরা স্ট্রাইকার্সের অধিনায়ক শেজাদ আকবর সোবহান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে টিম আর্কিটেকটস নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার সাদিকুজ্জামান ৩২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। তিনি ইনিংসটি সাজান ৫ চারে। এ ছাড়া অর্ণব ৩০, ইশান ২৬ ও মাসুম অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন। বসুন্ধরার হয়ে অধিনায়ক শেজাদ আকবর সোবহান ও রনি দুটি করে উইকেট নেন। আরেকটি উইকেট নেন জনি। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বসুন্ধরা স্ট্রাইকার্স। দলের হয়ে সুমন আহমেদ ১৬ বলে ২৬, আশিক ২৩ বলে ২৫ ও অন্তু সর্বোচ্চ ৩৯ বলে ৫৭ রান করেন।
এর আগে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সকালের ওই ম্যাচে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে তারা। দুপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্র্যাক ইউনিভার্সিটি এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা মেভেরিক্স। ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেকরা।
‘ফ্রস্ট ব্লাস্ট টি-২০’ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে অংশগ্রহণ করছে বসুন্ধরা স্ট্রাইকার্স, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, জেটিআই, বাংলাদেশ লয়ার্স ক্রিকেটার্স ক্লাব, টিম আর্কিটেকটস, ব্র্যাক ইউনিভার্সিটি এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা মেভেরিক্স। মাসব্যাপী এ ক্রিকেট উৎসবের লিগ পর্ব শেষ হবে ৮ নভেম্বর। এর প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে দিনের একটি ম্যাচে অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোতে।