গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৌরবী রানী (১৬) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৌরবী রানী ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্রের মেয়ে। তিনি নলডাঙ্গা ২ নং বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, জীবীকার তাগিদে মেয়েটির বাবা ঢাকায় ছোটখাটো ব্যবসা করেন। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না। এরই সুযোগে গৌরবী রানী ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মানে হচ্ছে মেয়েটি আত্মহত্যাই করেছে।
বিডি প্রতিদিন/এএম